Featured Post
ছড়া ।। ভিজে বসন্ত ।। শীলা সোম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভিজে বসন্ত
শীলা সোম
আকাশ আজ রাগ করেছে
মুখ করেছে ভার,
থেকে থেকেই নামছে তাই
কেবল বারিধার।
বসন্তকালে ও বর্ষা এসে -
দিয়েছে যে হানা,
সবকিছুই ওলটপালট
কেউ শোনে না মানা।
কৃষ্ণচূড়া পড়ছে ঝরে
হয়েছে বুঝি মান,
আগুন রঙা রঙ যে তার
বড়ো বেমানান।
কালো মেঘে আকাশ ছেয়ে
ঝোড়ো হাওয়া বয়,
তাই না দেখে ঋতু রাজ
পেয়েছে বড়ো ভয়।
ফুলের বনে, কোথা ভ্রমর
মধু পাবার আশে,
বর্ষা দেখে গান ধরেছে
ব্যাঙেরা আশেপাশে।
ধানের ক্ষেত তলিয়ে গেলো,
নৌকা ভাসে জলে,
ছাতা মাথায় পথিক বেহাল,
দমকা বাতাস চলে।
ডানা ঝাপটায় কাক পক্ষী
হায় বসন্তকাল,
সেলের বাজারে ধীর গতি
কী যে হাঁড়ির হাল।
বাঁক কাঁধে চলেছে ছুটে
মুখে বাবার নাম,
জল কাদা কে পায়না ভয়
চলছে অবিরাম।
বর্ষশেষে হালখাতা যে
ব্যস্ত দোকানদার,
অসময়ে নামলো কেন
এমন বারিধার!
ভেবে ভেবে এই কথাটাই
হচ্ছে সবাই সারা,
অসময়ে বর্ষা যাবে চলে
বসন্ত দেবে সাড়া।
__________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন