Featured Post
কবিতা ।। নাসির রাজার উপাখ্যান ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
নাসির রাজার উপাখ্যান
গোবিন্দ মোদক
হাসির দেশের নাসির রাজা করলো জারি আইন
গোমড়া মুখে থাকলে পরে সাতশো টাকা ফাইন!
ভাবুক দেখলেই সোজা থাকে ভরে দাও জেলে
চিন্তাবিদ-দের দেখলেই চাবুক মারো অবহেলে!
গম্ভীর সব লোকদেরকে দেশটা থেকে তাড়াও
সারাদেশে "হা-হা" "হি-হি" ক্লাবগুলোকে বাড়াও!
নীতির কথা গায়ে পড়ে কেউ যদি বা বলে
নির্বাসনে তক্ষুণি দাও কিংবা পেশো কলে!
হাসিখুশি থাকতে হবে এটাই মোদ্দা কথা
নইলে জেনো কপালেতে জুটবে অনেক ব্যথা!
রাজার হুকুমে চিন্তাভাবনা সবই হলো রদ
মনোকষ্ট প্রকাশ পেলে – হবেই তুমি বধ!
তাই ধীরে ধীরে কমলো দেশে ভাবুক-চিন্তাবিদ্
জোর করে হাসতে হবে – এটাই হলো জিদ!
সর্বনাশা আইনের প্যাঁচে মানুষ কি আর করে
বুকে হাজার ব্যথা তবু – "নকল হেসে" মরে!
অবশেষে নিজেই রাজা হলো রোগের শিকার
তবু "নকল হাসি" হেসে ডেকে আনলো বিকার!
রাজা মরলো, দেশটা জুড়ে উঠল তুফান হাসির
সে রাজ্যও নেই আইনও নেই নেইকো রাজা নাসির!
_________________________________________
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন