প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

পাশাপাশি
১। তাপের প্রকাশ ৩। ভালুক ৫।
বিজেতা, যুদ্ধে জয়ী ৬। রসগ্রাহী ৮। ছোটবেলায় পড়া না করার শাস্তি ১০।
মৃত্যু পর্যন্ত ১২। পরিবর্তন ১৪। অগ্নি ১৫। সমীচীন, গানের সাথে বাজনার মিল
১৬। বানান ভেদে পৃথিবী
উপরনিচ
১। খালিদের দ্বারা দেওয়া মন্ত্রীদের উপাধি ২। উদ্ধারকর্তা, রক্ষক, নাথ যোগে দেবাদিদেব ৩। সাহসী ৪। গলার হার ৭। রক্তাম্বু ৯। বিম্বিসার যেখানকার প্রথম ঐতিহাসিক রাজা ১০। গ্রীষ্মের ফল ১১। আমন্ত্রিত আগন্তুক ১২। অরণ্যে জাত ১৩। লঙ্ঘন করা হয়েছে এমন।
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
পাশাপাশি
১০। আমরণ ১২। বদল ১৪। হুতাশন ১৫। সঙ্গত ১৬। জগত
উপরনিচ
১। উজির ২। তারক ৩। ভয়হীন ৪। কন্ঠমালা ৭। সিরাম ৯। মগদ
১০। আনারস ১১। রবাহুত ১২। বনজ ১৩। লঙ্ঘিত
_______________________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন