Featured Post
কবিতা ।। জানার কোনও শেষ নেই ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জানার কোনও শেষ নেই
গোবিন্দ মোদক
জানার কোনও শেষ নেই মনে রেখো ভাই,
তবু যতোটা পারি জানার চেষ্টা করে যেতে চাই।
ভীষণ জ্ঞানী দার্শনিকরা, তবু তাঁরাই বলে যান,
জ্ঞানসমুদ্রের এক অঞ্জলি জল করেছি পান।
ব্রহ্মাণ্ডের যেমন শুরু নেই, শেষ নেইকো কোনো,
জ্ঞানসমুদ্রও একই প্রকার – এ কথাটা জেনো।
তবুও তো জানতে হয় — জ্ঞানের নানা দিক,
জীবন চলার পথে সে সব কাজে লাগে ঠিক।
জানতে হয় তাই অঙ্ক বিজ্ঞান ভূগোল ইতিহাস,
ব্যাকরণ সন্ধি সমাস প্রত্যয় ছন্দ অনুপ্রাস।
জানতে হয় প্রকৃতিমায়ের নিয়ম-কানুন ধারা,
যতো জানবে ততোই তুমি পাবে মনের সাড়া।
স্বচ্ছ জ্ঞান প্রকৃত অর্থেই মন করে নির্মল,
আত্মবিশ্বাস বর্ধিত হয়, বাড়ে বুকের বল।
প্রাজ্ঞজনে বলতে থাকেন- জানো, জানাও ভাই,
দুষ্ট বলে — "বৃথা চেষ্টা, জানার শেষটা নাই!"
তবু পৃথিবী জুড়েই চলে জ্ঞান আহরণ কতো,
ঋদ্ধ হবে মেধা তোমার জানবে তুমি যতো॥
________________________________
গোবিন্দ মোদক
রাধানগর, ডাক- ঘূর্ণি,
কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ।
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন