Featured Post
অণুগল্প ।। যদি সত্যি হতো ।। শংকর ব্রহ্ম
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
যদি সত্যি হতো
শংকর ব্রহ্ম
রাত হয়েছে অনেক, মা তবু এলো না ঘরে।
রান্নাঘরে কি যে এতো কাজ থাকে মার, তিতলি বোঝে না। তার খুব বিরক্ত লাগে একা একা শুয়ে থাকতে।
ওমা একি?
এ যে মায়ের বদলে ঘরে এসে ঢোকে রথের মেলা থেকে কেনা মাটির পুতুলটা। যার হাতটা তিতলি সে'দিন ভেঙে ছিল। সে এসে তিতলির সামনে দাঁড়ায়। পুতুলটা মায়ের মতো বড় হয়ে গেছে একবারে।
সে এসে বলে, তোর হাতটা এবার আমি ভেঙে দিই?
তিতলি রাগে ফেটে পড়ে।
বলে, কি? কী বললি তুই? আমার হাত ভাঙবি?
- হ্যাঁ ভাঙবোই তো, তুই যে আমার হাতটা সেদিন ভেঙেছিলিস মনে নেই?
- বেশ করেছি। এবার পা-টাও ভেঙে দেবো।
- তবে রে, পুতুলটা তার হাত মুচড়ে ধরে বলে ওঠে , তবে রে দেখাচ্ছি মজা।
কী সর্বনাশ ! তিতলি মনে মনে ভয় পায়। তবু মুখে সাহস দেখিয়ে বলে, তোর সাহস তো দেখছি খুব বেড়েছে !
- বেড়েছেই তো। বলে সে হাক দেয়,
এই, আয় তো তোরা সব। কে কোথায় আছিস …
বলার সঙ্গে সঙ্গে, তিতলি দেখে, সুর ভাঙা হাতীটা, চোখ ঘষা বাঘটা, নেড়ামাথা মোমের পুতুল, পা ভাঙা ভালুকটা সবাই এসে হাজির হয়েছে।
হাতিটা এসেই বলে, আমার সুর ভেঙেছিলস তুই মনে আছে? এবার তোমার নাকটা আমি ভেঙে দিই আমি?
বাঘটা কাছে এসে তখনই বলে ওঠে, আমি তোর চোখদুটো খুবলে নিই?
ভালুকটা তিতলির পা ধরে বলে টেনে বলে, আমি এবার ভেঙে দিই তোর এটা?
মোমের পুতুলটাও কম যায় না। তিতলির চুলগুলো টেনে ধরে বলে, ছিঁড়ে দিই এ'গুলো তোর?
ভয়ে তিতলির বুকের রক্ত হিম হয়ে আসে।
সে কি করবে, এই পরিস্থিতিতে বুঝে উঠতে পারে না?
মা মা বলে চিৎকার করে ডাকতে গিয়ে দেখে গলা দিয়ে স্বর যেন আর বের হচ্ছে না।
সে ভীষণ জোরে চিৎকার করে ওঠে - মা আ আ আ আ....।
তার চিৎকার শুনে, মা তার গায়ে হাত রেখে বলে ওঠে, কি রে, কি হয়েছে? ভয়ের স্বপ্ন দেখেছিস কিছু?
তিতলির মনে মনে স্বস্তি ফিরে পায়।
মাকে জড়িয়ে ধরে সে হেসে বলে, হ্যাঁ গো মা।
___________________________________________________________________________- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সূচিপত্র
সূচিপত্র
-
-
-
- প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।।...
- নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চ...
- নিবন্ধ ।। রহস্যময় পুঁথি ।। সুলগ্না ব্যানার্জ্জী
- কবিতা ।। পাঁচিল ।। সান্ত্বনা চ্যাটার্জি
- জ্ঞানবিজ্ঞানের খবর ।। সংক্ষেপে জেনোবটস ।। মৃণাল ক...
- জ্ঞানবিজ্ঞানের খবর ।। জেনে রাখা ভালো ।। ঈশিতা পাল
- কিশোর উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ (দ্বিতীয় অংশ) ।...
- ছোটোদের পাতা ।। ছড়া ।। পিপীলিকা ।। অভিলাষা মণ্ডল
- অণুগল্প ।। ঋক-এর পড়াশোনা ।। ঊষা মল্লিক
- গল্প ।। প্রথম শিকার ।। প্রতীপ বোস
- ছড়া ।। হাতি-দেখা ।। অরবিন্দ পুরকাইত
- ছোটোদের আঁকিবুঁকি ।। কিশলয় ।। 2nd issue: November2021
- শব্দছক,ক্যুইজ এবং ধাঁধা ।। কিশলয় ।। 2nd issue: Nov...
- ছড়া || শঙ্খ ঘোষের শোক || অসীম মালিক
- ছড়া || সাচ্চা আলাদিন || নির্মলেন্দু কুণ্ডু
- ছড়া ।। ভুলোমনের মামা ।। স্বপ্ননীল রুদ্র
- ছড়া ।। ও জোনাকি ।। কান্তিলাল দাস
- ছড়া।। আমার পুষি ।। সাইফুল ইসলাম
- কবিতা ।। থাক্ না পড়শি হয়ে ।। দীনেশ সরকার
- ছড়া ।। হিংসুটে ।। শ্রীমন্ত সেন
- ছড়া ।। দুষ্টু সিংহ ও টুনটুনি ।। ডঃ রমলা মুখার্জী
- ছড়া ।। দুটি ছড়া ।। রথীন পার্থ মণ্ডল
- ছড়া ।। ইচ্ছে ।। গোবিন্দ মোদক
- গল্প ।। ভৌতিক ।। উজ্জ্বল সামন্ত
- ছড়া ।। শালুক ফুল ।। মানস বন্দ্যোপাধ্যায়
- ছড়া ।। যাবোই যাবো ।। স্বপন মুখোপাধ্যায়
- ছড়া ।। বেহিসেবের খাতা ।। রণেশ রায়
- ছড়া ।। দুটি ছড়া ।। সুবীর ঘোষ
- অণুগল্প ।। নাড়ু ।। মিনাক্ষী মন্ডল
- ছড়া ।। ছবির নেশা ।। অজিত কুমার জানা
- ছড়া ।। আলোর দীপাবলী ।। শুভাশিস দাশ
- ছড়া ।। ওদের যত ভয় ।। উপেক্ষিৎ শর্মা
- ছড়া ।। মামার বাড়ি ।। মানসী সরকার
- কবিতা ।। ও মেঘ তোমার ।। আনন্দ বক্সী
- কবিতা ।। অদ্ভূতুড়ে বদ্ভূতুড়ে ।। মাথুর দাস
- অণুগল্প ।। বড়োদিন ।। বুবুন মাইতি
- ছড়া ।। ছোটোদের পূজা ।। সোমনাথ সামন্ত
- ছড়া ।। গায়ক হারাধন ।। অমরেশ বিশ্বাস
- ছড়া ।। জলসা ।। সুব্রত চৌধুরী
- ছড়া ।। স্মৃতি ।। মহাজিস মণ্ডল
- ছড়া ।। মামার বাড়ি ।। দীপঙ্কর বেরা
- কবিতা ।। গুচ্ছ কবিতা ।। সান্ত্বনা ব্যানার্জী
- অণুগল্প ।। আলনার আগমন ।। সুব্রত দাস
- ছড়া ।। ভোর-কথা ।। অর্যমা ভট্টাচার্য
- ছড়া ।। ঝরাপাতা ।। মনোরঞ্জন সাঁতরা
- ছড়া ।। আঁকতে পারি ।। কার্ত্তিক মণ্ডল
- কবিতা ।। কেমন হতো ভাই ।। সৌমিক ঘোষ
- ছোটোদের পাতা ।। গল্প ।। চির মঙ্গল ।। সৃজনী ঘোষ
- গল্প ।। রূপলু আর নীল পাখি ।। সোমা চক্রবর্তী
- ছড়া ।। খোঁজ ।। রঞ্জন কুমার মণ্ডল
- ছড়া ।। আলোর রাশি ।। বিধান সাহা
- ছড়া ।। হতাম যদি ।। মনোরঞ্জন মিদ্দে
- ছড়া ।। খুকির রথ দেখা ।। সুব্রত কুণ্ডু ।।
- ছড়া ।। প্রজাপতি ।। ইমরান খান রাজ
- ছোটোদের পাতা ।। গল্প ।। চির মঙ্গল ।। সৃজনী ঘোষ
- অণুগল্প ।। যদি সত্যি হতো ।। শংকর ব্রহ্ম
-
-

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন