পোস্টগুলি

এপ্রিল, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ত্রয়োত্রিংশ সংখ্যা ।। জুন ২০২৪

ছবি
  প্রচ্ছদ-চিত্রঃ সুনীত নস্কর, দক্ষিণ ২৪ পরগনা। সম্পাদকীয় কেমন আছো ছোট্ট বন্ধুরা। গরমের ছুটি তো শেষ হয়ে এল। স্কুল খুলে যাচ্ছে। কিন্তু গরমের দাবদাহ কিন্তু এতটুকু কমেনি। এই গরমে  খুবই সাবধানে নিয়ম মেনে চলতে হবে তোমাদের। এখন তো আম, জাম কাঁঠালের সময়। এখন এইসব মৌসুমী ফল খেতে হবে। তাহলে শরীর সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে। মন সুস্থ থাকলে পড়াশুনো ভালো হবে।           আশাকরি এতদিন বাড়িতে থেকেই মন দিয়ে পড়াশুনো করেছ। সঙ্গে অনলাইন কিশলয়ের পাতায় চোখও রেখেছ। পড়াশুনোর পাশাপাশি গল্প লেখা, ছবি আঁকা ইত্যাদির শখও মনের মধ্যে লালন পালন করতে হবে তোমাদের। পড়াশুনোর চাপে সব ছেড়ে দিলেও চলবে না কিন্তু। স্কুলের পড়া, বাড়ির পড়ার পাশাপাশি গল্প- কবিতা লেখা, প্রবন্ধ লেখা, ছবি আঁকা ইত্যাদি চালিয়ে যাও। তোমাদের প্রতিভার বিকাশ হোক। তোমাদের সৃজনীসত্ত্বার প্রকাশ হোক তোমাদের সৃষ্টির মধ্য দিয়ে। আর সাথে সাথে তোমার সেই সৃষ্টি অনলাইন কিশলয়ে প্রকাশের জন্য পাঠিয়ে দাও। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাকি বন্ধুরাও জানুক তোমার সৃষ্টি সম্পর্কে। আর কী? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো।   শুভকামনাসহ-- প্রিয়ব্রত দত্ত ও কার্

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 19th issue: April 2023

ছবি
   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] সম্পাদকীয় নববর্ষ আগতপ্রায়। সামনেই চড়ক উৎসব। মেলার দিন। গ্রামে যারা আছো তাদের এখন ভারি মজার দিন। নতুন জামা কাপড় কিনে আনন্দ করে নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত সকলে। বেশ আনন্দে কাটাও দিনগুলো। গাছে গাছে এখন কাঁচা আম। কালবৈশাখী ঝড়ের পর আম কুড়ানোর মজা। তবে গরম পড়ছে। তাই একটু সাবধানে থেকো সকলে, শরীর খারাপ যাতে না হয়। প্রচুর জল খাও, আর রোদ থেকে দূরে থাকো। আর সময় করে গল্প পড়া, গল্প- কবিতা লেখা বা ছবি আঁকার চর্চা চালিয়ে যাও। আমাদের কিশলয়ের লেখা আঁকা কেমন লাগলো জানিও। ভালো থেকো সকলে।       শুভকামনাসহ-- কার্তিক চন্দ্র পাল ও প্রিয়ব্রত দত্ত। কার্যনির্বাহী যুগ্ম সম্পাদক, কিশলয় মাসিক শিশুকিশোর ই-ম্যাগ। ১০ই এপ্রিল, ২০২২   =============   বিঃ দ্রঃ অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার নয়, লেখার লিঙ্ক শেয়ার করুন। যত্ত খুশি।   -------------০০০-------------    সূচীপত্র     প্রচ্ছদ ও সূচিপত্র ।। 19th issue: April 2023 ছোটদের পাতা ।। ছড়া ।। উৎসব ।। অন্বেষা পাল ২ ক ছোটোদের আঁকিবুঁকি ।। কিশলয় - ১৯।। এপ্রিল ২০২৩ ক্যুইজ, ধাঁধা, শব্দখেলা, 19th issue: April 2023, নিবন্ধ ।। বাঙা

ছোটদের পাতা ।। ছড়া ।। উৎসব ।। অন্বেষা পাল

ছবি
  উৎসব  অন্বেষা পাল          উৎসব মানে মজা হবে,          দোকানে ঘুরে বেড়াবো।       উৎসব মানে মেলা বসবে,             বাদাম ভাজা খাবো।             উৎসব মানে গান-বাজনা         পুতুল-নাচের আসর-         হতেও পারে বিয়েবাড়ির                বরকনের বাসর।       সব উৎসবেই খুশির ছোঁয়া                  মনেতে আনন্দ-    গান কবিতায় লিখবো আমি                  উৎসবেরই ছন্দ। _____________________    [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] অন্বেষা পাল ক্লাস-6 বাঁটিকা উচ্চ বালিকা বিদ্যালয় বৈঁচি,  হুগলি ।

ছোটোদের আঁকিবুঁকি ।। কিশলয় - ১৯।। এপ্রিল ২০২৩

ছবি
  তনুশ্রী পাল  বর্ধমান কারমেল হাই স্কুল পঞ্চম শ্রেণী  পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। ____________________________________________   সৌম্যদীপ নাথ  রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ পঞ্চম শ্রেণী কাঁকসা, পানাগড়,  পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ। ______________________________________________

ক্যুইজ, ধাঁধা, শবখেলা, 19th issue: April 2023,

ছবি
  শব্দখেলা -১৯ ।। প্রিয়ব্রত দত্ত       পাশাপাশি ১।যার সীমা নেই ৩।   এক ধরনের চাল ৫। নববর্ষের নতুন খাতা ৬। পঞ্চ ব্যঞ্জনের একটি ,এটা খেলেই গুণ গাওয়া যায় ৮। বাঙালীর প্রিয় খাবার ১০। কলকাতা যে মিষ্টির জন্য ভারতে বিখ্যাত ১২। ছাল ১৪।মজা করা ১৫। এক প্রকার উপকারী রান্নার উপাদান(বানানভেদে)  ১৬। আরাধনা। উপরনিচ ১।আগুন   ২। খুব বড় মাপের মানুষ ৩। এখানেতেই তোতাপাখি ৪। চরম অবস্থা প্রাপ্ত   ৭। ছোটো বড়োর মাপকাঠি   ৯। যে ভাগ করে   ১০। ইনি হলেন বাল্মীকি    ১১। গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া   ১২। চিনি বা গুড় দিয়ে তৈরি এই মিষ্টি পুজোয় দেওয়া হয়।  ১৩। টপকে যাওয়া ।     প্রিয়ব্রত দত্ত  বর্ধমান।   (যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ: kishalaymag@gmail.com কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। )  ____________________________________________________________________________________     গত মাসের শব্দখেলা ১৮-এর উত্তরঃ পাশাপাশি  ১। গায়েব ৩।   কালাম ৫। রেখাংশ ৬। ল

নিবন্ধ ।। বাঙালি সত্তার বাতিঘর অন্নদাশঙ্কর রায় ।। পাভেল আমান

ছবি
  বাঙালি সত্তার বাতিঘর অন্নদাশঙ্কর রায়   পাভেল আমান  সাহিত্য মানেই সমাজ জীবনের প্রতিচ্ছবি যেখানে  সর্বদা প্রতিফলিত হয় মানুষের জীবন যাপন দেশ কাল রাজনীতি। সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই প্রতিভাত হয়েছে মানুষের বেঁচে থাকার লড়াই সংগ্রাম। স্থান কাল চরিত্রের মাধ্যমে সাহিত্যিকের কলমে জাগ্রত হয়েছে সাধারণ মানুষের ছাপোষা জীবন। এখানেই সাহিত্যের বিশেষত্ব ও যোগ্যতা। বাংলা সাহিত্যেকে যারা চিরায়ত সৃষ্টিধারার সৃজনশীলতার সমৃদ্ধ ও বিকশিত করেছে তন্মধ্যে  অন্নদাশঙ্কর রায় অন্যতম। যিনি সাহিত্যচর্চাকে জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। প্রচলিত সমাজ ব্যবস্থাকে একটু পাল্টে দেওয়ার জন্য শোষণ মুক্ত  সাম্য ও সম্প্রীতির আদর্শে মানবতার সমাজ ব্যবস্থা গড়ে তুলতে তিনি ছিলেন প্রচন্ডভাবে দায়বদ্ধ। এখানেই তিনি অন্যান্য সাহিত্যিকদের থেকে ছিলেন অনেকটাই স্বতন্ত্র ও প্রতিবাদী সত্তার অধিকারী। অন্নদাশঙ্কর এমন এক ব্যক্তিত্ব যিনি সাহিত্যের বিভিন্ন পথে অবাধ বিচরণ করেছেন।প্রবন্ধ, কবিতা, ছড়া। পাশাপাশি উপন্যাস, গল্প, আলোচনা। সরকারী কর্মচারী হিসাবে জীবনে সফলতার শীর্ষ বিন্দুতে পৌঁছেছিলেন, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তাঁর উত্তরণ ঘটেছ

কবিতা ।। করোনা কালের তিনটি কবিতা ।। দীপক পাল

ছবি
  করোনা কালের তিনটি কবিতা দীপক পাল                               বোবা ক্যানভাস                                                 । সূর্য্য ডোবার পরেও মধ্য রাতের নিস্তব্ধতা এই ক্যাম্পাসে, জনমানবহীন রাস্তায় চলে না কোনো গাড়ি কোনো স্কুটার পড়ন্ত বিকেলের আলো এসে পড়ে খেলার মাঠে, ছেলেদের নেই কোন আগ্রহ ফুটবল খেলার। এখনো আছে আলো ঘেরা পার্কে স্লিপে দোলনায় শুধু নেই কোন কচি কাঁচাদের দল, নেই তাই কোলাহল, অথচ আছে এখনও আলো, আছে মধুর বাতাস সেই বাতাসে ঢেউ খেলে যায় ঝিলের জল। গাছেরা দোল খায় দখিনা হাওয়ায়, ফিসফিস করে ওরা অপেক্ষায় থাকে দলছুট পাখিদের একান্ত আশ্রয়ের; হতে পারতো আকাশ ইজেলের ঝুলে থাকা এক ছবি কিন্তু কাল রং ঢেলে করোনা করেছে বোবা ক্যানভাসের।                 দৃশ্যপট এক টুকরো বারান্দা, কিংবা আকাশ দেখা যায় ভাঙ্গা আকাশ, টুকরো আকাশ, প্রায়শই ঘোলাটে; দামী রোদ লুকিয়ে বেড়ায় লুকোচুরি খেলে, মনে হয়, নেয় দেখে বারে বারে দৃশ্যপট পাল্টে। আর ভাল্লাগে না রোজ রোজ এই আকাশ ভাঙ্গা বৃষ্টি যেনো ভেবেছে সে করবে এবার ভীষণ অনাসৃষ্টি। প্রকৃতির দোসর এ অতিবৃষ্টি করনাকে সাথে নিয়ে করবে পণ্ড মানুষের যত সুখ শান্তি ভাল

কবিতা ।। ঘুম ।। সুশান্ত সেন

ছবি
ঘুম সুশান্ত সেন   বলতে পার কেন সবাই সকাল বেলায় ওঠে মুখ'টা ধোয়া'র জন্য সবাই গোসল ঘরে ছোটে ? সকাল হলেই কেন বলে আলস্য'টা ছাড়  লোকজন সব ডাকতে থাকে নিয়ে চা'এর ভাড় বেনিয়মের ঘুম টা দিলে কি হবে রে ক্ষতি ঘুমের সেরা ঘুমটা দিলে কিসের অসঙ্গতি ! তাই ত আমি সকাল বেলায় ঘুমের থেকে উঠে পাঁচশো গ্রামের রাবড়ি খেয়ে বেবাক চেটেপুটে পাস বালিশটা জড়িয়ে ধরে আবার লাগাই ঘুম ঘুমের আমি ঘুমের তুমি ঘুমের মরসুম। শিবরাম চকর বকর দিল ঘুমের শিক্ষা আমার গুরু তিনিই ছিলেন তাঁরই কাছে দীক্ষা। ________________________________    [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] সুশান্ত সেন ৩২বি , শরৎ বসু রোড কলিকাতা ,৭০০০২০

ছড়া ।। বিড়াল ছানা ।। গোলাপ মাহমুদ সৌরভ

ছবি
  বিড়াল ছানা  গোলাপ মাহমুদ সৌরভ  খোকন সোনার বিড়াল ছানা  বড্ড যে বেশি পাজি,  ইঁদুর ছানা খুঁজে বেড়ায়  দৌড়ে পালায় বেজি।  খাটের নিচে বিড়াল ছানা  চুপটি করে যে বসে,  ইঁদুর ছানার আবাস ফেলে কামড়ে ধরে কষে।  সাদা কালো বিড়াল ছানা  চোখটি যে তার বেশ,  খোকন ডাকে বাঘের মাসি নরম তুলতুলে কেশ।  কান দুটি তার খাঁড়া খাঁড়া  ছোট ছোট দুটি পা, মাছের কাটা খায়না ছানা  দুধের ভাত খায়। ______________ ____    [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] গোলাপ মাহমুদ সৌরভ  ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।

কবিতা ।। আচ্ছা ধরো ।। তপন মাইতি

ছবি
   [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] আচ্ছা ধরো তপন মাইতি আচ্ছা ধরো সোনার দেশে  কচি ধানের গাছ  দুঃখ কষ্টের নেইকো বালাই  ভাসান হলে নাচ! মনে কর অঙ্কে ভালো  সিঁড়ি ভাঙা কাজ  পলি মাটি জমে জমে বাড়ছে স্তরে খাঁজ।  কিংবা ধরো রোদের ছাতা  ছায়া তলার বট  উঁচু ডালে উঠিস নাতো  ভাঙলে শুনবি মট্। আবার ধর হাঁড়ির শিকে  ভারে কাটলে কট্  খালি পেটের জ্বালা অনেক  মাথা ঘোরে চট্। এত ধরলে বাঘা তেঁতুল  মশলা মুড়ি তেল  ছুটির সময় হয়ে গেলে  বেজে উঠবে বেল। _________________   তপন মাইতি পশ্চিম দেবীপুর,  দঃ ২৪ পরগণা;পশ্চিমবঙ্গ। ভারতবর্ষ।

কবিতা ।। বাঁক ।। নিরঞ্জন মণ্ডল

ছবি
  বাঁক নিরঞ্জন মণ্ডল শাল মহুয়ার বনের পাশে বন্ধু তোমার ঘর তার শিথানে স্বর্ণরেনু নদীর মুখর চর। পিয়াল শিমুল কৃষ্ণচূড়ার ছায়া যেথায় আঁকে ধূপছায়া রঙ অলোক ছবি উদাস বাউল বাঁকে সেথায় বসে চোখের তারায় স্বর্ণরেনুর মায়া জড়িয়ে নিতেই ভাবনা ছুঁয়ে সাকার তোমার কায়া। তোমার সাথে পথ চলাতে পেলেম যখন সুখ সুর জেগেছে বিবশ গলায় উজিয়ে দিয়ে বুক পথের ধুলোয় ঝরল কিছু কৃষ্ণচূড়া ফুল নিবাক হল স্বর্ণরেনু নদীর মুখর কূল ; ভাবছি যখন হাত বাড়িয়ে ধরব তোমার হাত আকাশ ঝেঁপে ঝমঝমিয়ে বেবাক ধারাপাত। সেই ধারাতে সরস হতেই তোমার শরীর মন উড়াল দিলে আকাশ পানে মূক-ইসারায় কোন, বিজলি চমক ধাঁধিয়ে দিল পলক বিহীন চোখ দেখল চরের বালির দানা,দেখল নিথর লোক। শাল মহুয়ার শুকনো পাতা ভাসল হাওয়ায় কিছু ককিয়ে ওঠে পিয়াল শিমুল মুখটা করে নিচু। সেদিন থেকেই মন-মহুয়ায় কাঁপন লাগা ঘোর ; আমার কাছে বন্ধ সপাট তোমার ঘরের দোর। গুমরে মরে স্বপ্ন কিছু বুকের গহিন তলে ঢেউ জাগে না ছলাৎ ছলাৎ স্বর্ণরেনুর জলে। চর জুড়ে আর কেউ খোঁজে না হলুদ বরণ সোনা; জোনাক জ্বলা রাত আসে না দুলিয়ে ঘরের কোণা। __________________________________    [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]

ছড়া ।। ছড়ার ছন্দে ।। জয়শ্রী সরকার

ছবি
 [ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত] ছড়ার ছন্দে  জয়শ্রী সরকার  চল্ চলে যাই আমরা সবাই ছন্দমালার দেশে মনখুশিতে ভরবে সময় থাকবো না তো ক্লেশে ! পাহাড় থেকে ঝরণা যখন নামবে নদীর বুকে বন্ধ মনের দরজাগুলো খুলবে মনের সুখে ! ছন্দ যখন পাড়ি জমায় রূপকথারই দেশে বিশ্বশিশু এক হয়ে যায় ও-দেশ ভালোবেসে ! ছন্দ নিয়ে খেলছি আমি করছি কাটাকুটি ছড়ার ঝিলে শব্দেরা সব করছে লুটোপুটি ! এমনি করেই ছন্দ যখন জীবন মাঝে আসে বিশ্বমানব ঠিক তখনই বাঁচতে ভালোবাসে ! _________________     জয়শ্রী সরকার, দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬

সপ্তাহের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ত্রয়োত্রিংশ সংখ্যা ।। জুন ২০২৪

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, রায়সী চক্রবর্তী ও নিশান্তিকা নস্কর।

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 32nd issue: May 2024

প্রচ্ছদ ও সূচীপত্র ।। 23rd issue: August 2023

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 31st issue: April 2024

ধারাবাহিক উপন্যাস ।। তিতলির বিশ্বভ্রমণ ।। ডাঃ অরুণ চট্টোপাধ্যায়

অণুগল্প ।। ইচ্ছেশক্তি ।। রমলা মুখার্জী

কবিতা || মর্যাদা || অবশেষ দাস

মাসের পছন্দ

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ত্রয়োত্রিংশ সংখ্যা ।। জুন ২০২৪

কবিতা || মর্যাদা || অবশেষ দাস

ছোটোদের আঁকা ।। মনামি মন্ডল, রায়সী চক্রবর্তী ও নিশান্তিকা নস্কর।

নিবন্ধ ।। কোনারক মন্দিরের ভয়াবহতা ।। সুজয় সাহা

ছোটর কলম ।। বইপড়া ।। উন্নীত কর্মকার

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 32nd issue: May 2024

গল্প ।। রবীন্দ্রজয়ন্তী ।। কুহেলী ব্যানার্জী

অণুগল্প ।। পুরস্কার ।। চন্দন দাশগুপ্ত

ছড়া ।। একটা খুশি ।। তীর্থঙ্কর সুমিত

অতি প্রিয়

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। আত্মপ্রকাশ সংখ্যা ।। অক্টোবর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। দ্বিতীয় সংখ্যা ।। নভেম্বর ২০২১

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 4th issue: January 2022,

নিবন্ধ ।। শিশু-কিশোর সাহিত্যবলয়ে শিশুরাই যেন ব্রাত‍্য না থাকে ।। অরবিন্দ পুরকাইত

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। 7th issue: April 2022

নিবন্ধ ।। দেশীয় উদ্ভিদ কেন গুরুত্বপূর্ণ ? ।। ডঃ চিত্তরঞ্জন দাস

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১০ ।। জুলাই ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১১ ।। আগস্ট ২০২২

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র : 8th issue: May 2022

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় - ১২ ।। সেপ্টেম্বর ২০২২