প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

পাশাপাশি
১। আরবিতে অদৃশ্য বা অন্তর্হিত ৩। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ৫। রেখার
একটি সসীম অংশ যার দুইটি প্রান্তবিন্দু থাকে ৬। সৌন্দর্য, শ্রী
৮। স্নানাগার ১০। বৃহদাকার নির্বিষ সাপ ১২। বিরোধ, মিলের অভাব ১৪। উত্তর-পূর্ব ভারতের একটি
রাজ্য যার রাজধানী আইজল ১৫। নেউল, বেজি;
চতুর্থ পান্ডব ১৬। ছুতারের বা সূত্রধরের কাজ।
উপরনিচ
১।বাটির মতো বড় পাত্র বিশেষ, তাগাড়ি ২। শ্রেষ্ঠ, বরণীয় ৩। মাঠেঘাটে, নদীর ধারে জন্মানো লম্বা ঘাসের বন ৪। দুর্ভিক্ষ, পুরাণ মতে এক এক মনুর অধিকার কাল ৭। পানের ক্ষেত ৯। গৃহকারক, কুটির নির্মাতা ১০। যেদিন রান্না করা নিষিদ্ধ ১১। অসামঞ্জস্য, অমিল ১২। আপত্তি, অসম্মতি ১৩। চিহ্ন, আভাস।
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
_______________________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন