শব্দখেলা -৬ ।। কার্তিক চন্দ্র পাল
পাশাপাশি
১। আবাস্থল, বাড়ি ৩। কাক ৫। শুভ্রতা/নির্মলতা ৬। সমুদ্র ৮। অরণ্যে বিচরণকারী ১০। সঙ্গীতে সপ্তসুরের সূচক ১২। প্রকার, ধরণ ১৪। গরু চরানো ১৫। কৃষ্ণবর্ণ গাবজাতীয় বৃক্ষবিশেষ ১৬। গোপনে অপসারণ, চুপি চুপি কোনো জিনিস সরিয়ে দেওয়া
উপরনিচ
১। আস্থা, নির্ভর ২। হৃষ্টপুষ্ট, কমনীয় ৩। জানালা ৪। অনুচর, সঙ্গী ৭। খাদ, গর্ত ৯। ঝলক/ বিস্ময়/ আতঙ্ক ১০। সঙ্গজনিত শিক্ষা ১১। গোলমাল, বিশৃঙ্খলা, বিবাদ ১২। দ্রুত গমনের জন্য ব্যবহৃত কাঠ বা বাঁশের তৈরি দীর্ঘ দণ্ড বিশেষ ১৩। মিষ্ট স্বাদযুক্ত, মনোহর
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ৫-এর উত্তরঃ
পাশাপাশি
১। বিরাগ ৩। মোহিত ৫। রিরংসা ৬। লহমা ৮। কুবলয় ১০। অনভিজ্ঞ ১২।পরম
১৪। বৃত্তাকার ১৫। সম্পত্তি ১৬। খয়রা
উপর নিচ
১। বিপুল ২। গরিমা ৩। মোসাহেব ৪। রণাঙ্গন ৭। হনন ৯। লহর ১০। অনলস
১১। ভিক্ষাবৃত্তি ১২। পরখ ১৩। ময়রা
__________________________________________________________________________________________________
কার্তিক চন্দ্র পাল
বর্ধমান
_______________________________________________________________________________________
🎇🎇🎇 ক্যুইজ-৬🎇🎇🎇
প্রিয়ব্রত দত্ত
১। 'ফাদার অফ ইনফরমেশ্ন টেকনোলজি' কাকে বলা হয়?🤔
২। কোন দেশের রাষ্ট্রপতি নিবাসের নাম 'ব্লু হাউস'?🤔
৩। 'এম আর এফ' কথাটির পুরো অর্থ কী ?🤔
৪। আফ্রিকার কোন দেশের নাম 'ওয়ারিয়র কিং'?🤔
৫। ফার্শ, গালিচা এবং কিলিম কীসের নানা ধরণ?🤔
__________________________________________________________________________
_
🌈🌈🌈ধাঁধা-৬🌈🌈🌈
🎯
প্রিয়ব্রত দত্ত
১। ঠিক বললেও কোথায় ভুল হয়?🤓
২। কোন পুজো ফুল ছাড়া হয় ?🥸
৩। কোন জিনিস কিছুটা নিলে সবটা পড়ে থাকে, আবার সবটা নিয়ে নিলে কিছুটা পড়ে থাকে?🤩
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
গত মাসের ক্যুইজ ৫ -এর উত্তরঃ
১। কস্তুরবা ২। তিরুপতি বা তিরুমালা মন্দির ও ৩। সুদান ৪।জেলিলোফোবিয়া ৫।বিধান চন্দ্র রায় । 🤠🤠🤠
_________________________________________________________________________
গত মাসের ধাঁধা ৫-এর উত্তরঃ
১।ডাকটিকিট।😜
২। সবমাসেই ২৮দিন থাকে ।😜
৩।ইতিহাস।😜
_________________________________________________________________________
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন