যন্ত্রমানব
ডঃ রমলা মুখার্জী
খুব শীত করছে? এক কাপ কফি হলে মন্দ হয় না। কিন্তু লেপের ভিতর থেকে তো উঠতেই ইচ্ছে করছে না। যদি একটা রোবট থাকত না বাড়িতে বেশ হত। বোতাম টিপলেই কাজ করে দেবে। কিন্তু দাম তো প্রচুর! তা হোক একবার কিনে ফেলতে পারলে আর চিন্তা নেই। তাহলে এই রোবট বা যন্ত্রমানব কি এবং সে কি কি কাজ করে একটু জানা যাক।
রোবট হল একটি যান্ত্রিক ব্যবস্থা যেটি মানুষের বিকল্প হিসেবে তার কাজকর্ম করার জন্য ব্যবহৃত হয়। ইন্টারনাল বা এক্সটারনাল কন্ট্রোলিং ডিভাইসের মাধ্যমে রোবটকে পরিচালনা করা হয়। রোবটকে প্রধানত মানুষের আকারে তৈরী করা হলেও অন্যান্য আকারেও রোবট তৈরী করা হয়।
১৯২৩ সালে চেক নাট্যকার কারেল কাপেক রোবট শব্দটি প্রথম ব্যবহার করেন। রোবট শব্দটি এসেছে চেক শব্দ 'রোবোটা' থেকে যার মানে মানুষের দাসত্ব। রোবট কম্পিউটার নিয়ন্ত্রিত, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেটি মানুষের মত কাজ করতে পারে। রোবট প্রধানত দুরকম। নন সার্ভো ও সার্ভো কন্ট্রোলড। নন সার্ভো কন্ট্রোলড রোবট একটি নির্দিষ্ট অক্ষ বরাবর সমবেগে সামনে ও পিছনে চলাচল করতে পারে, তবে এর কাজকর্ম একটি স্থূল কারণ অপেক্ষাকৃত সহজ এটি। কিন্তু সার্ভো কন্ট্রোলড রোবট অনেক জটিল ও উন্নত এবং এটি সূক্ষ্ম কাজগুলিও করতে পারে।
নানারকম কাজে রোবট ব্যবহৃত হয়। শিল্পকারখানায় ব্যবহৃত রোবটে থাকে রোবোটিক হাত এবং ম্যানিপুলার যা উৎপাদন ও বন্টনের জন্য ব্যবহৃত হয়। এই রোবটগুলি শিল্পকর্ম সম্পাদন করার সময় মানুষের সাথে নিরাপদে কাজের সমন্বয় সাধন করতে পারে। বর্তমানে ডেনমার্কে শিল্পে ব্যবহৃত সর্বাধিক রোবট তৈরী হয়।
শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত রোবটগুলি দেখতে কচ্ছপের মত। লোগো মাইন্ড স্টর্স, বায়োলোড প্রভৃতি শিক্ষামূলক রোবট কিটস্ আছে। বেটব্রেইন রোবটগুলি গণিত, পদার্থবিদ্যা ইত্যাদি শিখতে সাহায্য করে। মাইকেল জে ফ্রিম্যান শিক্ষামূলক খেলনা রোবটও তৈরী করেন।
মডিউলার রোবটগুলি স্থাপত্য, নকশা ইত্যাদি করতে ব্যবহৃত হয়, তবে এগুলির প্রোগ্রামিং তৈরী করা খুবই জটিল।
বাড়ির কাজের জন্য গার্হস্থ্য রোবট ব্যবহার করা হয়। ভ্যাকুয়াম পরিষ্কার, মেঝে ধোওয়া, বাথরুম ও লন পরিষ্কার করতে গার্হস্থ্য রোবট খুবই কার্যকরী।
বর্তমানে যুদ্ধক্ষেত্রেও রোবট ব্যবহৃত হচ্ছে। SWORDS রোবট বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রন করে।
মানুষের জীবনের ঝুঁকিপূর্ণ বিপজ্জনক ও দুর্গম কাজে রোবট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন আগ্নেয়গিরির মধ্যে অন্বেষণ, গ্রহের অনুসন্ধান, আগুন নেভানো, লাপ্রোস্কোপিক সার্জারী ইত্যাদি। মাইনিং রোবটগুলি ভূগর্ভস্থ বিপজ্জনক খনির মধ্যে অনুসন্ধান করার কাজে খুবই ব্যবহৃত হয়। এগুলি খনিজ উপাদান ভর্তি করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া মানুষ ছাড়াই করতে সক্ষম। ড্রিলিং, রকব্রেকিং মেশিনগুলিতে এখন স্বয়ংক্রিয় রোবট ব্যবহারের ফলে খনির কাজে নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্যসেবাতেও রোবটকে কাজে লাগানো হচ্ছে। বৃদ্ধ ও প্রতিবন্ধীদের কাজে সাহায্যের জন্য রোবট খুব কার্যকরী। জাপানে ও ব্রিটেনে অন্ধলোককে পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য রোবট তৈরী করা হয়েছে।
বাংলাদেশে মাত্র পাঁচ লক্ষ টাকায় তৈরী 'অগ্রদূত' রোবট মঙ্গলগ্রহে অনুসন্ধান করতে সক্ষম। চন্দ্রযান-২ অভিযানে ভারতের 'বিক্রম' রোবটটি পাঠানো হয়েছিল। ২০২২শে মহাকাশে যন্ত্রমানবী 'ব্যোম মিত্র' পাঠাচ্ছে ভারতের ইসরো।
রোবটের কিছু নিয়ম আছে যেমন রোবট কখনই কারুর ক্ষতি করতে পারবে না, সেভাবেই তৈরী করতে হবে রোবটকে।
বর্তমানে কোভিডের মত অতিমারীর সময়ে প্রতিষ্ঠানগুলি সামাজিক দূরত্ব বাড়াতে রোবটকে বেশি করে ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়া হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ ও তাপমাত্রা মাপার জন্যে এবং প্রায় সব দেশই ঘর, মেঝে স্যানিটাইজ করতে রোবট ব্যবহার করছে। রোবট যদিও নানান উপকারে লাগে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন রোবট যেহেতু মানুষের কাজের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে তাই রোবট ক্রমশ অনেক বেকারত্বও বাড়িয়ে দিচ্ছে।
______________________________________________
ডঃ রমলা মুখার্জী
বৈঁচী, বিবেকানন্দপল্লী,
জেলা হুগলী, পিন 712134
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন