Featured Post
ছড়া ।। অকূল পাথার ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অকূল পাথার
গোবিন্দ মোদক
আমড়া কাঠের ঢেঁকি!! তার মানেটা কি?
সত্যি সত্যিই আমড়া কাঠে হয় নাকি ঢেঁকি?
আরে ধুস! তুইও যেমন! চিনিস না বাগধারা!
আরে এসব না জানলে – হবি ব্যাকরণ ছাড়া!
কি বললি! শিমুল ফুল!! শুনিনি তো ভুল!
ওহো, সুন্দর ফুল! তাই বুঝি নাম শিমুল ফুল!
আরে ধ্যুৎ! তুইও যেমন! পড়িস নাকো বই?
সারাদিনটা ঘুরবি রোদে — টই! টই!! টই!!!
কি বললি! অরণ্যে রোদন? মানে জঙ্গলে কান্না?
ইস্! কি যে বলিস! তোকে নিয়ে পারি না, পান্না!
নিষ্ফল কান্নাই কাঁদতে হবে যদি না পড়িস বই
মই লাগিয়ে চাঁদ পাড়তে — পাবি নাকো থই!
কি! অকূল পাথার! তার মানেটা আবার কি?
এটা আবার বড়-সড় পাথর-টাথর নাকি!
ইস! কি যে বলিস! জ্ঞানটাই তোর আঁধার!
পা বাড়ালেই দেখতে পাবি সামনে অকূল পাথার!
_________________________________
গোবিন্দ মোদক
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন