শব্দখেলা -২৯ ।। প্রিয়ব্রত দত্ত
পাশাপাশি
১। জীবনের মাপকাঠি ৩। মৃত্যু ৫। এক ধরনের মিষ্টি ৬। গৃহ ৮। ঐন্দ্রজালিক ১০। যুদ্ধে জয়ী ১২। বস্ত্র ১৪। বিজ্ঞানের একটি শাখা ১৫। রুপো ১৬। ক্ষত
উপরনিচ
১। বাঁকা ২। প্রাতঃকাল ৩। সম্মত প্রায় ৪। বট, অশ্বত্থ প্রভৃতি বড় গাছ ৭। চুরি ৯। দিক নির্ণয়ের যন্ত্রবিশেষ ১০। সূর্যের কিরণ। ১১। তীর্থ বা কবর ১২। বন থেকে প্রাপ্ত ১৩। কোমল
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ২৮-এর উত্তরঃ
পাশাপাশি
১। নগদ ৩। অবনী ৫। শতদল ৬। বামন ৮। বীরবল ১০। চারমূর্তি ১২। ১২। জলদ ১৪। বাতায়ন ১৫। রন্ধন ১৬। কয়েদ
উপরনিচ
১। নতুবা ২। দশন ৩। অলঙ্কার ৪। নীলাচল ৭। ময়ূর ৯। বল্কল ১০। চানাচুর ১১। মূল্যবান ১২। জনক ১৩। দরদ
_______________________________________________________________________________________
🌈🌈🌈ছোটদের ক্যুইজ-২৯🌈🌈🌈
🎯 প্রিয়ব্রত দত্ত
১। স্টিভেন রজার্সকে আমরা কোন নামে চিনি?
২। 'পুতুল নাচের ইতিকথা' বইটি কে লিখেছেন ?
৩। এশিয়ার বৃহত্তম মসজিদ দিল্লিতে অবস্থিত। কোন মসজিদ?
৪। 'উইন্ডোজ এক্সপি'তে' 'এক্সপি'কথাটি কিসের সংক্ষিপ্ত রূপ ?
৫। বিশ্বের প্রথম মহিলা স্পেস ট্যুরিস্ট কে ?
৬। লন্ডনের আগে ইংল্যান্ডের প্রাচীন রাজধানী কোথায় ছিল ?
৭। কোন শহরকে বলা হয় 'দ্য বার্থ প্লেস অব আমেরিকা' ?
৮। লাতিন ভাষায় কোন ব্র্যান্ডের নামের অর্থ 'স্নো হোয়াইট '?
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
ছোটদের ক্যুইজ-২৭ এর উত্তর
১।সোডিয়াম
২। কালো
৩। সান্দাকফু
৪।শাহজাহান
৫। ইউক্লিড
৬। রবীন্দ্রনাথ ঠাকুর
৭। আর্থার কোনান ডয়েল
৮।সত্যজিৎ রায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন