প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। কিশলয় ৪১ ।। এপ্রিল ২০২৫

কথায় কথা
রণেশ রায়
কথায় কথায় কোন কথা
কইতে আমি চাই
বুঝি না আমি
কোন কথাটা কইলে পরে
বিভেদ কোন নাই
আমি কথার ডিঙা বাই
সঠিক কথা কই সঠিক পথে যাই
কোন কথাটা সঠিক কথা
আমার জানা নাই
কইতে পার কোন কথাটা যায় না কহন
কোন কথাটা কইলে পরে মেটে তোমার দহন
ডানের কথা বামের কথা কত কথার ধরন
কই আমি কত কথা কথা আমার ভরং
শ্যামের কথা শ্যাম কয় রামের কথা রাম
কইতে পার
কার কথা কইলে পরে হইবা তুমি বাম
সত্য মিথ্যা নানান কথা, কথার রকম ফের
কোন্ কথা কব আমি পাই না যে টের
যদি কই সত্য কথা ওরা মারতে আসে
যদি কই মিথ্যা কথা সত্যটা যে কান্দে
কোন কথা বেজায় নরম কোনটা যে গরম
নরম গরমে কই আমি হই না আমি চরম
নরম কথায় হাসি আমি গরম কথায় কাঁন্দি
কঠিন কথায় জব্দ আমি সহজ কথায় বান্দী
মিষ্টি কথায় প্রাণ পরাগে প্রেমের ফুল ফোটে
দুষ্ট কথায় কপালে আমার মেলা দু:খ জোটে
টক মিষ্টি ঝাল কথা, কথার নাই শেষ
না কইয়া কোন কথা আমি থাকি বেশ
চুপ কইরা থাকলে সবাই দেখি খুশি
মিলের কথা পাইলে চলে আমার মসি।
______________________________
[ছবি: ইন্টারনেট মাধ্যম থেকে সংগৃহীত]
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন