শব্দখেলা -২৭ ।। কার্ত্তিক চন্দ্র পাল
পাশাপাশি
১। উন্মাদ ২। জবাব হিসাবে
বলা হয় এমন, পালটা
৫। শুভ মুহূর্তে জাত, ভাগ্যবান ৬। দশানন
৮। কৃপাণ, অসি ১০। একজন ভারতীয় দার্শনিক, যোগী, কবি ও জাতীয়তাবাদী; পদ্ম ১২। গগন, অন্তরীক্ষ
১৪। বৌদ্ধ সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ/ মহারাজ বিক্রমাদিত্যের ‘নবরত্ন’-এর অন্যতম ১৫। খ
কাটবার অস্ত্রবিশেষ ১৬। রান্না ।
উপরনিচ
১। কপোত; পারাবত ২। আভাস, নিদর্শন
৩। অন্য জন্ম ৪। মনসা ৭। প্রস্থ, ঘটা ৯। অনধিক ষোলো বৎসরের নারী; কিশোরী ১০। উপবাস ১১। অভিজ্ঞ ও বুদ্ধিমান, দূরদর্শী ১২। খনি, উৎপাদন কেন্দ্র, আধার ১৩। যম, মৃত্যুর দেবতা।
কার্ত্তিক চন্দ্র পাল
বর্ধমান।
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ২৬-এর উত্তরঃপাশাপাশি
১। গরল ৩। অনুজ ৫। লাক্ষারস ৬। শরম ৮। কুবলয়
১০। শরবত ১২। আরব ১৪। বকলম ১৫। মশান ১৬। নগর
উপরনিচ
১। গণেশ ২। ললাম ৩। অসম্ভব ৪। জন্মেজয় ৭। রবার ৯। লহর
১০। শবনম ১১। বনবন ১২। আমন ১৩। বহর
_______________________________________________________________________________________
🌈🌈🌈ছোটদের ক্যুইজ-২৭🌈🌈🌈
🎯 কার্তিক চন্দ্র পাল
১। জলের সাথে বিক্রিয়ায় আগুন উৎপন্ন করতে পারে কোন ধাতু?
২। পাকা মাকাল ফলের ভিতরের রঙ কী?
৩। পশ্চিম বঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
৪। লালকেল্লা কে নির্মাণ করেছিলেন?
৫। জ্যামিতির জনক কে?
৬। ভানুসিংহ কার ছদ্মনাম?
৭। শার্লক হোমস চরিত্রটির স্রষ্টা কে?
৮। কর্ভাস গল্পটি কার লেখা?
[কার্তিক চন্দ্র পাল, বর্ধমান]
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
ছোটদের ক্যুইজ-২৬ এর উত্তর
১। ব্রেইল
২। নিউ ইয়র্ক
৩। ওয়েলিংটন
৪।নয়টি
৫। ক্যাঙ্গারু
৬। ইতালিতে
৭।গ্রিনল্যান্ড
৮। আন্দামান
৯। ক্যাটালিন ও ড্রু ওয়েইসম্যান
১০।চার্লস ব্যাবেজ
১১। স্ফিগমোম্যানোমিটার
১২। ইউরিয়া স্টিবামাইন, ঊপেন্দ্রনাথ ব্রহ্মচারী
১৩। র্যাফ্লেসিয়া আরনল্ডি
১৪। জে. কে. রাউলিং
১৫। বৃহস্পতির
১৬। মার্কিন ডলার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন