Featured Post
লেখা-আহ্বান : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫ সংখ্যার জন্য প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান। যে-কোন বিষয়েই লেখা যাবে। শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়।
মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।
লেখা মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে।
লেখার সঙ্গে দেবেন নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।)
১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'। ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন: 'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'।
মেল আইডি : printednabapravat@gmail.com
লেখা পাঠালে একটি স্বয়ংক্রিয় প্রাপ্তিসংবাদ অবশ্যই পাবেন। না পেলে জানবেন আপনার লেখা আমরা পাইনি।
পত্রিকা প্রকাশিত হবে জানুয়ারি ২০২৫-এর দ্বিতীয় সপ্তাহে।
লেখা পাঠানোর শেষতারিখ : ১৫ ডিসেম্বর ২০২৪।
জানুয়ারি ২০২৫-এর প্রথম সপ্তাহে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, whatsapp গ্রুপে নির্বাচিত লেখকতালিকা প্রকাশিত হবে। দেওয়া হবে এই গ্রুপেও। প্রত্যেককে আলাদা আলাদা মেলে জানানো সম্ভব নাও হতে পারে।
প্রি-বুকিং বা কেনার আবশ্যিক কোনো শর্ত নেই।
লেখা নির্বাচিত হলে লেখককে এককপি সৌজন্য সংখ্যা দেওয়া হয়। সঙ্গে পত্রিকার স্বার্থে অতিরিক্ত অন্তত এককপি ১০% ছাড়ে কিনে নেওয়ার (বা কাউকে দিয়ে কেনানোর) অনুরোধ থাকে। তবে অন্য কোন সংখ্যা বা বই কিনলেও হবে।
পত্রিকা দপ্তর ছাড়াও বারুইপুর, সোনারপুর, যাদবপুর, ডালহৌসি, ডায়মন্ডহারবার, আরামবাগ, বর্ধমান শহর থেকে হাতে হাতে সৌজন্য সংখ্যা ও অতিরিক্ত কপি সংগ্রহ করে নিতে পারবেন।
কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় আমাদের টেবিল থেকে নিতে পারবেন।
কলকাতা বইমেলায়ও পাবেন।
(এছাড়া কলেজস্ট্রিটে পাবেন, কিন্তু সেক্ষেত্রে সৌজন্য সংখ্যা পাবেন না।)
রেজিস্ট্রি পোস্টে বা ক্যুরিয়রে নিলে খরচ গ্রাহককে বহন করতে হবে। রেজি: পোস্টের খরচ ২৫/৩০টাকা।
৮-৯ ফর্মার পত্রিকার মুদ্রিত মূল্য হতে পারে ১৪০/১৫০টাকা।
প্ৰয়োজনে যোগাযোগ : নিরাশাহরণ নস্কর (সম্পাদক), মোঃ 9433393556 (call & whatsapp)
পত্রিকা দপ্তর (রেজিঃ) : ধনপোতা, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা, ৭৪৩৩৫৫
শহর-দপ্তর : শরৎ পল্লি, উকিল পাড়া, বারুইপুর, কলকাতা ৭০০১৪৪
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন