শব্দখেলা -১৬ ।। প্রিয়ব্রত দত্ত
পাশাপাশি
১। ফলোৎপাদন ৩। বসবাসের স্থান ৫। মোঘল সম্রাট আকবরের সভাসদ এবং পরামর্শদাতা ৬। আমিষ
রান্নার অপরিহার্য্য উপাদান ৮। ব্যথা স্থানে বেদনার অনুভুতি ১০। মৃত্যু পর্যন্ত ১২। একটি প্রিয় ঋতু ১৪। একটি অধাতব হালকা হলুদ বর্ণের মৌল ১৫। সবুজ যা হয়, তাজা ১৬। কর্তা।
উপরনিচ
১।
নিঃস্ব, সর্বহারা ২। নব্য ৩।যার যথেষ্ট শক্তি আছে ৪। মহাপুরুষের মৃত্যু,
অদৃশ্য হওয়া ৭। সহজে চলাফেরার উপযুক্ত ৯। সাদা বর্ণের ফুল বিশেষ ১০।
গ্রীষ্মের ফল বিশেষ ১১। যুদ্ধযাত্রার সজ্জা ১২। লজ্জা ১৩।ডেকে পাঠানো ।
প্রিয়ব্রত দত্তবর্ধমান।
(যে কেউ উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
কেউ সূত্রসহ নূতন শব্দছক করে পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।তবে শব্দছকের ধরণ একই রাখতে হবে। ) ____________________________________________________________________________________
গত মাসের শব্দখেলা ১৬-এর উত্তরঃ
পাশাপাশি
১। ফলন ৩। বসতি ৫। বীরবল ৬। রসুন ৮। টনটন ১০।আমরণ ১২। শরত
১৪। সালফার ১৫। সতেজ ১৬। মনিব
উপর নিচ
১। ফকির ২। নবীন ৩। বলবান ৪। তিরোধান ৭। সুগম ৯। টগর ১০। আনারস
১১। রণসাজ ১২। শরম ১৩। তলব।
_______________________________________________________________________________________
🌈🌈🌈ছোটদের ক্যুইজ-১৬🌈🌈🌈
🎯
(1) 'কলম কা সিপাহী' গ্রন্থের লেখক কে ?
(2) পৃথিবীর সবচেয়ে উঁচু ভঙ্গিল পর্বত কোনটি ?
(3) বিশ্বের প্রথম ব্যাংকের নাম কী ?
(4) রামের ধনুকের নাম কী ছিল ?
(5)গ্রীক লোককথা অনুযায়ী বিশ্বের প্রথম আশ্চর্য বস্তু কোনটি ?
🎯🎯🎯
__________________________________________________________________________
(যে কেউ ক্যুইজ এবং ধাঁধার উত্তর পাঠাতে পারো। নাম, ঠিকানা, ছবি আর কোন শ্রেণীতে পড় তা পাঠিয়ে দাও নিচে দেওয়া ইমেল-এ:
kishalaymag@gmail.com
যে কেউ ক্যুইজ এবং ধাঁধা পাঠাতে পারো/ পারেন এই ইমেল ঠিকানায়।)
_______________________________________________________________________________________
ছোটদের ক্যুইজ-১৬ এর উত্তর
(1) ইতিহাসের জনক কাকে বলা হয় ? উত্তরঃ হেরোডোটাস
(2) মহাভারতের যুদ্ধে প্রবীণতম যোদ্ধা কে ? উত্তরঃ শান্তনুর ভাই বল্মিক
(3) থাইল্যান্ডের রাজধানীর নাম কী ? উত্তরঃ ব্যাংকক
(4) সবচেয়ে বড় ফুলের নাম কী? উত্তরঃ র্যাফ্লেসিয়া আরনল্ডি ( Rafflesia arnoldii)
(5) আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপার যন্ত্রের নাম কী? উত্তরঃ ইন্টারফেরোমিটার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন