Featured Post
কবিতা ।। ব্যাঘ্রমশাই ।। দীনেশ সরকার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ব্যাঘ্রমশাই
দীনেশ সরকার
ব্যাঘ্রমশাই খুব তেজিয়ান চওড়া বুকের পাটা
তার কাছে খুব তুচ্ছ ব্যাপার নদীতে সাঁতার কাটা।
লাল-হলুদে ডোরাকাটা থাকেন সুন্দরবনে
চষে বেড়ান বন-বাদা সব ঘোরেন আপন মনে।
ঘুরতে ঘুরতে সেদিন রাতে মাতলা নদীর ধারে
বসে বসেই ভাবতে থাকেন,কী আছে ওই পারে?
ওখানে কি আছে জঙ্গল? মন্দ তো নয় গেলে,
বন্ধু বলবো আমার মতো দেখা কারও পেলে।
যেমনি ভাবা তেমনি করা ঝাঁপই দিলেন জলে
স্রোতের টানে লাড়াই করেন প্রতি পলে পলে।
মাতলা নদী কত চওড়া জানা ছিল না তার
হাবুডুবু খেতে খেতে পেলেন যে শেষে পাড়।
পাড়ে উঠে ব্যাঘ্রমশাই নিস্তেজ অবসন্ন
বসে বসে হাঁপান শুধু যেন মরণাপন্ন।
সামনে দেখেন, জঙ্গল কোথায়, শুধু যে ঘর-বাড়ি
ফিরতে হলে আবার নদী কেমনে দেবেন পাড়ি?
এক-পা দু-পা এগিয়ে দেখেন চৌরাস্তার এক মোড়
কোন দিকেতে যাবেন এবার ভাবতে ভাবতে রাত ভোর।
ক্লান্ত শরীর দুচোখ বুঁজে ঘুমিয়ে পড়েন শেষে
চাঁদ-তারারা দেয় পাহারা পশ্চিম গগনে এসে।
____________________________________________
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন